Home / প্রচ্ছদ / প্রেসক্লাবে ফখরুলসহ পেশাজীবী নেতাদের ওপর হামলা

প্রেসক্লাবে ফখরুলসহ পেশাজীবী নেতাদের ওপর হামলা

জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক সংগঠন বিএফইউজের ছত্রছায়ায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কর্মী-সমর্থকরা এই হামলা চালায়।

প্রজন্ম লীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে প্রেসক্লাবে হামলা চালায়। হামলার মুখে পেশাজীবী পরিষদের নেতারা প্রেসক্লাবের অভ্যন্তরে আশ্রয় নেয়ার চেষ্টা করে। এ সময় পেশাজীবী পরিষদের কয়েকজনকে মারধর করা হয়।

একই সময় সেখানে প্রধানমন্ত্রীর তথ্য-উপদেষ্টা ইকবাল সোবহান খান, বিএফউইজে’র আওয়ামীপন্থি অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং আওয়ামীপন্থি সাংবাদিক নেতা শাবান মাহমুদের নেতৃত্বে প্রেসক্লাব চত্বরে মিছিল নিয়ে মহাড় দেন।

মিছিল শেষে ইকবাল সোবহান বলেন, জাতীয় প্রেসক্লাব পেশাজীবী সাংবাদিকদের প্রতিষ্ঠান। কিন্তু এখানে পেশাজীবী পরিষদের নামে রাজনৈতিক নেতাদের নিয়ে আসা হয়েছে। তাদেরকে এখানে থেকে বেরিয়ে যেতে হবে।

Leave a Reply