Home / প্রচ্ছদ / চুপিসারে শপথ নিলেন এরশাদ

চুপিসারে শপথ নিলেন এরশাদ

imageঅবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রংপুর থেকে নির্বাচিত হওয়া এরশাদ শনিবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে সংসদ ভবনে যান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কক্ষেই শপথ পড়ান এরশাদকে।

এরশাদের দলের নেতারা ইতিপূর্বে জানিয়েছিলেন, যেকোনো সময়ে তাদের চেয়ারম্যান শপথ নিতে পারেন।

এদিকে গত বৃহস্পতিবার অনুপস্থিত আওয়ামী লীগের নাজমুল হাসান এবং জাতীয় পার্টির নাসিম ওসমান শপথ নিতে সংসদে উপস্থিত হয়েছেন। তাদের শপথ হবে সংসদের শপথ কক্ষে।

দশম সংসদ নির্বাচনে বিজয়ী ২৮৪ জন গত বৃহস্পতিবার শপথ নেন। তবে পাঁচজন সেদিন নেননি, তাদের মধ্যে এরশাদসহ এই তিনজন ছিলেন।

Leave a Reply